শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নানিয়ারচরে ইউপিডিএফ আস্তানা থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানা থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তারা গতকাল ভোর সাড়ে ৪টার দিকে নানিয়ারচর উপজেলার বামে ত্রিপুরা পাড়ায় এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সময় একটি একে-৪৭ রাইফেল, একটি ৫.৫৬ ক্যালিবারের সেমি অটোমেটিক  পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, পিস্তলের একটি ম্যাগাজিন, একটি একে-৪৭ এর ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি সেট ও নগদ ২ লাখ ৪৯ হাজার ১১৮ টাকাসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। সূত্র জানায়, নানিয়ারচর উপজেলার সেনা জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার বামেত্রিপুরা পাড়ার আস্থানায় অভিযান চালায়। কিন্তু তার আগেই সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপশ রঞ্জন পাল জানান, যৌথবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা না গেলেও তাদের ব্যবহৃত অস্ত্র ও গুলি এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর