রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নজর দিতে হবে তিনটি বিষয়ে

-ড. আবু জামিল ফয়সাল

নজর দিতে হবে তিনটি বিষয়ে

জ্যেষ্ঠ জনস্বাস্থ্যবিদ ড. আবু জামিল ফয়সাল বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার মতো তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে বন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং দ্রুত সবাইকে টিকার আওতায় আনতে হবে। এ তিনটি বিষয়ে নজর দিলে নতুন করে সংক্রমণ বাড়ার ঝুঁকি এড়ানো যাবে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশে এই মুহূর্তে ওমিক্রন ভ্যারিয়েন্টে শনাক্ত হওয়ার খবর নেই। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত কোনো ব্যক্তি দেশে প্রবেশ করলে তবেই সংক্রমণ ছড়াবে। তাই বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দরগুলোতে স্ক্রিনিংয়ে জোর দিতে হবে। কোনো আক্রান্ত ব্যক্তি কিংবা করোনার উপসর্গ আছে এমন ব্যক্তির প্রবেশ ঠেকাতে করোনা টেস্ট বাড়াতে হবে। প্রয়োজনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার যে কোনো ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তাই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আবার জোর দিতে হবে। বাধ্যতামূলক মাস্ক পরতে হবে, বারবার হাত ধুতে হবে এবং ভিড় এড়িয়ে চলতে হবে। শিশুরা মাস্ক পরে স্কুলে গেলেও অভিভাবকরা অনেক সময় মাস্ক ব্যবহারে অনীহা দেখাচ্ছেন। এ ব্যাপারে সচেতন হতে হবে। এগুলোর পাশাপাশি টিকা কর্মসূচিতে জোর দিতে হবে। দেশে এখন ২২ শতাংশ মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এই সংখ্যাকে যত দ্রুত সম্ভব বাড়াতে হবে। টিকা নিতে মানুষের আগ্রহ আছে। টিকাগ্রহীতার সংখ্যা বাড়াতে নতুন পরিকল্পনা নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর