বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরোলজিস্ট ডা. নজরুল ইসলাম বলেছেন, কভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দরে স্কিনিং জোরদার করতে হবে। সংক্রমণ ক্ষমতা বেশি হওয়ায় এই ভ্যারিয়েন্ট ঠেকাতে সতর্কতা জরুরি।
গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত বছরের মার্চ থেকে করোনার সঙ্গে লড়ছি আমরা। এখন সংক্রমণ কমে আসায় সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত। স্বাস্থ্যবিধি মানায় অবহেলা চলে এসেছে সবার মাঝে। মাস্ক ছাড়া ভিড়ে গাদাগাদি করে যাতায়াত করছে মানুষ। করোনা সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে মাস্ক। শীত এলেই সামাজিক অনুষ্ঠান বেড়ে যায়। এসব অনুষ্ঠানে জনসমাগম কমাতে হবে। করোনার যে কোনো উপসর্গ দেখা দিলে টেস্ট করাতে হবে। দেশে ওমিক্রন শনাক্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। আবারও স্বাস্থ্যবিধিতে জোর দিতে হবে। না হলে সংক্রমণের পাশাপাশি মৃত্যু বেড়ে যেতে পারে। পাশাপাশি টিকা কার্যক্রম চালিয়ে যেতে হবে। বয়স্ক সব মানুষকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। এতে হয়তো সংক্রমণ এড়ানো যাবে না, তবে ক্ষয়ক্ষতি কমানো যাবে।