শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে

ডা. এ বি এম আবদুল্লাহ

স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ানোয় স্বাস্থ্যবিধি মানা, টিকা কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কার্যক্রম, বন্দরে স্ক্রিনিংয়ে জোর দিতে হবে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্থলবন্দর, বিমানবন্দর, নৌবন্দর দিয়ে আসা যাত্রীদের টেস্ট এবং স্ক্রিনিং সতর্কতার সঙ্গে করতে হবে। ওমিক্রন শনাক্ত হওয়া দেশ থেকে আগত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এর আগে কোয়ারেন্টাইন নিয়ে নানা ধরনের ঘটনা ঘটেছে। এবার যেন তার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখতে হবে। এখনো ফ্লাইট বন্ধ করার মতো পরিস্থিতি আসেনি। কিন্তু সতর্কতা জোরদার করতে হবে। কারণ ওমিক্রন অন্য ভ্যারিয়েন্টের তুলনায় বেশি সংক্রামক। যদিও বলা হচ্ছে, এতে ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় জটিলতা কম। কিন্তু আক্রান্ত বাড়তে থাকলে মৃত্যুহারেও প্রভাব পড়বে। রোগী বাড়লে ভাইরাসের মিউটেশন বাড়বে। এই ভ্যারিয়েন্ট যে পরবর্তীতে জটিল রূপ ধারণ করবে না এর কোনো নিশ্চয়তা নেই। ডা. এ বি এম আবদুুল্লাহ আরও বলেন, করোনার সব ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে পারে মাস্ক। করোনার শুরু থেকে যে স্বাস্থ্যবিধি শেখানো হচ্ছে তা মেনে চলতে হবে। করোনার উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করতে হবে। জ্বর, কাশি নিয়ে বাইরে বের হওয়া যাবে না। নিজের, পরিবারের এবং চারপাশের মানুষের সুরক্ষার কথা চিন্তা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর