বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কুমারখালীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্বশত্রুতার জের ধরে হত্যা মামলার আসামি আমিরুল ইসলামকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটলেও গতকাল পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশও কাউকে গ্রেফতার করেনি।

মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে হামলা চালিয়ে প্রতিপক্ষের লোকজন আমিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। তিনি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২০ সালের ৩১ মার্চ নেহেদ আলী (৬৫) ও বকুল আলী (৫৫) নামের দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নেহেদ আলীর ছেলে নূরুল ইসলাম বাদী হয়ে ২৮ জনকে আসামি করে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ৮ নম্বর আসামি ছিলেন আমিরুল। কুমারখালী থানার (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার বদলা নিতেই প্রতিপক্ষের লোকজন এই হত্যাকান্ড ঘটিয়েছে। নিহত আমিরুল ইসলামের মেয়ে সুমনা খাতুনও দাবি করেন, জোড়া এই হত্যাকান্ডের বদলা নিতেই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তার পিতাকে হত্যা করেছে। এদিকে গতকাল পর্যন্ত এই হত্যাকান্ডের ঘটনায় কুমারখালী থানায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ এতে কাউকে আটক বা গ্রেফতারও করতে পারেনি। কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর