বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ, পরে রুটিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষের চলমান ও ঘোষিত পরীক্ষা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে তারা রাসেল স্কয়ারে অবস্থান নেন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা পৌনে ১টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন দিলে সেটি দেখে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক চূড়ান্ত বর্ষের ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর তিনটি পরীক্ষা আটকে যায় বলে জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর প্রতিবাদে কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। এরই মধ্যে গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার রুটিন দিয়েছে। গাজীপুর প্রতিনিধি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাগুলো আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাগুলো শুরু হবে। সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর