শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

মরে যাচ্ছে ডাহুক নদ

পঞ্চগড় প্রতিনিধি

মরে যাচ্ছে ডাহুক নদ

দখল দূষণ ও শুকিয়ে করুণ অবস্থা ডাহুক নদের -বাংলাদেশ প্রতিদিন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া দিয়ে প্রবাহিত হচ্ছে ডাহুক নদ। ভারতে উৎপত্তি হয়ে বাংলাদেশে ১৪ কিলোমিটার প্রবাহিত হয়ে আবার ভারতে প্রবেশ করেছে এই নদ। স্থানীয়রা বলছেন- একসময় এই নদ বিপুল জলরাশি নিয়ে প্রবাহিত হতো। নদের স্বচ্ছ জলে পাওয়া যেত নানা জাতের সুস্বাদু দেশি মাছ। নদের দুই পাড়ে বরই গাছসহ বিভিন্ন রকমের উদ্ভিদের জঙ্গলে বাস করত নানা ধরনের পশুপাখি। এ নদকে কেন্দ্র করে বালাবাড়ি, মা-ুলপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের জেলেরা জীবিকা নির্বাহ করতেন। দুই কূল প্লাবিত করে প্রবাহের সময় বয়ে আনত পলিমাটি। তা চাষাবাদে রাখত অনন্য ভূমিকা। ডাহুকে পাওয়া যায় দুটি খনিজ সম্পদ। বালি ও পাথর। এই বালি ও পাথর দিয়ে নির্মিত হচ্ছে দেশের অসংখ্য সড়ক ও স্থাপনা।

সেই ডাহুক এখন মৃতপ্রায়। দখল হয়ে যাচ্ছে এই নদের দুই পাড়। সংকীর্ণ হয়ে যাচ্ছে নদের গতিপথ। প্রভাবশালী কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান নদ দখল করে নির্মাণ করছে স্থাপনা। নদের গতিপথ বন্ধ করে চলছে চাষাবাদ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, বিভিন্ন দিক দিয়ে নদটি দখল হওয়ার কারণে প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে এ ব্যাপারে জানিয়েছি। ডাহুকের প্রবাহ ফিরিয়ে আনতে খননের উদ্যোগ প্রয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর