বাগেরহাটের চিতলমারী উপজেলার পল্লীতে মাছ বিক্রির টাকা লুটে নিতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭০) নামে মাছের খামার (মাছের ঘের) মালিককে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল সকালে উপজেলার খিলিগাতী গ্রামের একটি চিংড়ি ঘেরের পাশে ধান খেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শৈলেন্দ্রনাথ মন্ডল চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামের মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
ঘের মালিককে হত্যার পর টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জেলার চিতলমারী উপজেলার বাখেরগঞ্জ থেকে একই ঘেরের শ্রমিক অপূর্ব মন্ডল (২৫) ও জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড থেকে সুব্রত হালদারকে (৩২) আটক করেছে পুলিশ। আটক অপূর্ব মন্ডল ও সুব্রত হালদার জেলার মোরেলগঞ্জ উপজেলার লক্ষীখালি গ্রামের বাসিন্দা। তারা ডে লেবার হিসাবে গত বুধবার (৯ মার্চ) থেকে শৈলেন্দ্রনাথের
বাড়িতে মৎস্য ঘেরের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ, এম কামরুজ্জামান খান জানান, গতকাল সকালে চিতলমারী উপজেলার খিলিগাতী গ্রামের স্থানীয় বাসিন্দারের খবরের ভিত্তিতে ওই গ্রামের একটি চিংড়ি ঘের থেকে শৈলেন্দ্রনাথ মন্ডলের লাশ উদ্ধার করা হয়। এর আগে শৈলেন্দ্রনাথ মন্ডল শনিবার (১২ মার্চ) বিকালে তার মৎস্য ঘেরের মাছ বিক্রি করে বাড়ি এসে রাতে ওই দুই শ্রমিককে নিয়ে মৎস্য ঘেরে যান। এ সময় আটকরা তাকে জবাই করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত দুই শ্রমিককে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা ছিনতাইয়ের জন্য বৃদ্ধকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে।