বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

জেলায় জেলায় বিএনপির গণঅনশন

শনিবার রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে গতকাল সারা দেশে জেলা পর্যায়ে প্রতীকী গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। আগামী শনিবার রাজধানী ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই দাবিতে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে গণঅনশন কর্মসূচি পালন করা হবে। গতকাল দলীয় কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। সারা দেশে গতকাল জেলা পর্যায়ের প্রতীকী গণঅনশন কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় সকাল   থেকে দুপুর পর্যন্ত রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ঢাকা জেলা বিএনপি এ অনশন পালন করে। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী,  বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ। অনশনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা চেষ্টা করছি সহজ ভাষায়, কম কথায় সরকারকে সরল পথ দেখাতে। সরকার বিষয়টিকে আমাদের দুর্বলতা হিসেবে দেখছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি এবং সর্বস্তরে সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে নানা মহল থেকে কর্মসূচি পালন করা হলেও সরকার এগুলো আমলে নিচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে, এখন আর এই ধরনের কর্মসূচি দিয়ে কিছু হবে না। পথ এখন একটা। রাজপথে দুর্বার আন্দোলন। সেই আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য। খাগড়াছড়ি: পুলিশের বাধায় খাগড়াছড়িতে দলীয় কার্যালয়ের পরিবর্তে খোলা আকাশের নিচে জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সামনে প্রতীকী অনশন পালনের প্রস্তুতি নেয় বিএনপি। সেখানে প্যান্ডেল বানানো হয় ও মাইক লাগানো হয়। পুলিশ শেষ মুহূর্তে এসে বাধা দেয়। পরে তাৎক্ষণিকভাবে শহরের আদালত সড়কে খোলা আকাশের নিচে বসে পড়েন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় প্রচ- গরমে বেশ কয়েকজন নেতা-কর্মী অসুস্থ হয়ে পড়েন। জামালপুর: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল জামালপুর শহরে প্রতীকী অনশন পালন করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক (ময়মনসিংহ বিভাগ) সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ স্থানীয় শীর্ষ নেতারা।

 

বরিশাল: বরিশালে বিএনপির দুই গ্রুপ পৃথক প্রতীকী অনশন করেছে। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপি এবং লাগোয়া অশ্বিনী কুমার হলের সামনে উত্তর জেলা বিএনপির ব্যানারে কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি চলাকালে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, সাবেক সংসদ সদস্য মো. আবুল হোসেন খান, জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন মেবুল ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহীদুল্লাহ’র সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল প্রমুখ।

একই স্থানে বিএনপির দুটি ইউনিটের পৃথক কর্মসূচি পালনের ঘটনা জনমনে বেশ সমালোচনার জন্ম দিয়েছে । এতে বেশিসংখ্যক মাইক ব্যবহৃত হওয়ায় অশ্বিনী কুমার হল এলাকার শব্দ দূষণে অতীষ্ঠ হয়ে পড়েন ব্যবসায়ী ও পথচারীরা।

সাতক্ষীরা : জেলা বিএনপির উদ্যোগে  বেলা ১১ টার দিকে শহরের কামাল নগরের কমিউনিটি সেন্টারে এই প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপি’র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদস্য-সচিব ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

টাঙ্গাইল : দুপুরে ভিক্টোরিয়া রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনশন কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুল হক সানু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল,  বিএনপি নেতা কাজী শফিকুর রহমান লিটন,  অমল ব্যানার্জিসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

নাটোর:  বেলা ১১ টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচিতে অংশ নেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জয়পুরহাট: সকাল  ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জয়পুরহাট সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, নাজমা খানম রুপালীসহ বিপুল সংখ্যক  নেতা-কর্মী অংশ নেন।

মাগুরা :  দুপুরে মাগুরা জেলা বিএনপি’র ভায়না দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব মো. আকতার হোসেনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনশন কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মো. আলমগীর হোসেন, সদর থানা বিএনপির সভাপতি মো. কুতুব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

পঞ্চগড়: সকালে জেলা বিএনপির কার্যালয়ে অনশন কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে বসে পড়েন। জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, মহিলা নেত্রী লায়লা আঞ্জুমান্দ বানু মুক্তি, জেলা জাসাসের আহ্বায়ক ইউনুস শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

বগুড়া : অনশন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম খায়রুল বাশারের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান প্রমুখ।

নারায়ণগঞ্জ: দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, রূপগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব বাসির উদ্দিন বাচ্চু, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

 

সর্বশেষ খবর