বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

কুষ্টিয়া গাজীপুরে সয়াবিন তেলের মজুদ, জরিমানা

কুষ্টিয়া ও গাজীপুর প্রতিনিধি

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে শহরের একটি গুদামে ৪০ হাজার লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া গেছে। এ সময় সয়াবিন তেল মজুদ করে রাখা ও বেশি দামে বিক্রির অপরাধে তিন দোকানিকে জরিমানা করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুষ্টিয়া জেলা কার্যালয় এ অভিযান চালায়। অধিদফতরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন ম লের নেতৃত্বে শহরের বড় বাজার ও পৌর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। তিনি সাংবাদিকদের জানান, বড় বাজার এলাকায় মেসার্স ফুড প্রোডাক্টস নামের একটি গুদামে ৪০ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ তেল ক্রেতা সাধারণের কাছে বিক্রি না করে মজুদ করে রাখা হয়েছিল। এ সময় তেল বিক্রি না করে মজুদ করে রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর শহরের পৌর বাজারে বোতলের মূল্য অপেক্ষা অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মা স্টোরকে ১ হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে তা অধিক মূল্যে বিক্রয় করার অপরাধে সবুজ সাথী স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবদুস সালাম তরফদার ও পুলিশের একটি দল উপস্থিত ছিল। ঈদের এক সপ্তাহ আগে থেকেই কুষ্টিয়া জেলায় সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। বাড়তি দাম দিয়েও মিলছে না সয়াবিন তেল।

গাজীপুরে বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ : গাজীপুরে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ সয়াবিন তেলের দুটি গুদামের সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল দুপুরে ওই দুই গুদামে অভিযান চালিয়ে ৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে খোলা বাজারে বিক্রি করা হয়। এ সময় ওই দুই গুদামের মালিককে ৩ লাখ টাকা অর্থদন্ড করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গাজীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবদুল জব্বার মন্ডল জানান, অধিক মুনাফার উদ্দেশে বেশি মূল্যে বিক্রির জন্য বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল গুদামজাত করে আসছে। গোপন সংবাদ পেয়ে গতকাল দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকার মান্নান টাওয়ারের মেসার্স মনির জেনারেল স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গাজীপুর জেলা ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের যৌথ টিম।

গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। ওই গুদামে অবৈধভাবে গুদামজাত করে রাখা হয় প্রায় ২ হাজার ৫৮ লিটার সয়াবিন তেল। যা এক লিটার, দুই লিটার ও পাঁচ লিটারের বোতলে মজুদ করে রাখা ছিল। এ ঘটনায় দোকান মালিক মনির হোসেনকে ২ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। অভিযানকারীরা প্রায় একই সময় পার্শ্ববর্তী  মেসার্স আরপি ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ও প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও জানান, মেসার্স মনির জেনারেল স্টোর থেকে জব্দকৃত সয়াবিন তেল ১৬০ টাকা দরে এক লিটার, ৩১৮ টাকা দরে দুই লিটার ও ৭৬০ টাকা দরে ৫ লিটার বোতলজাত তেল খোলাবাজারে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। অপরদিকে মেসার্স আরপি ট্রেডার্সের প্রায় ৫ হাজার লিটার খোলা সয়াবিন তেল (ব্যারেলের অর্থাৎ বোতলজাত ছাড়া) পূর্বে কেনা মূল্যে অর্থাৎ ১৪৩ টাকা দরে প্রতি লিটার বিক্রির নির্দেশ দেওয়া হয়। এ সময় বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে তেল কিনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান জানান, অভিযানকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রি না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ খবর