ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, মার্কিন ডলারের মূল্যবৃদ্ধিতে এটা পরিষ্কার যে, কোথাও কারসাজি হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। বাংলাদেশ ব্যাংকও সঠিকভাবে দেখভাল করেনি। মানি চেঞ্জারগুলোকে লাইসেন্স দেওয়া হলেও নেই কোনো মনিটরিং। এখানে শৃঙ্খলা আনতে কাজ করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি বলেন, বহুমুখী সংকটে দিশাহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। মার্কিন ডলারের দাম এখন আকাশচুম্বী। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে বাণিজ্যে। আমদানিপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বাড়ছে দুশ্চিন্তা। প্রতিনিয়ত শিল্পের উৎপাদন খরচ বাড়ছে। ফলে বিনিয়োগ কমে যাওয়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। তিনি বলেন, ডলার সংকট মেটাতে বিনিয়োগ ও কর্মসংস্থানমুখী প্রকল্পগুলো সচল রাখতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কাটছাঁট করতে হবে। আমদানির ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সময়োপযোগী সিদ্ধান্ত। পাশাপাশি রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নিতে হবে। রেমিট্যান্স বাড়াতে হলে বিদেশে কর্মী প্রেরণ বাড়াতে হবে। প্রয়োজনে সরকারের উচিত হবে কিছুটা ভর্তুকি দিয়ে হলেও বিদেশে কর্মী পাঠানো। সব প্রবাসী আয় যেন বৈধভাবে আসে, সেটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করতে হবে। এই শীর্ষ ব্যবসায়ী নেতা উদ্বেগ প্রকাশ করে বলেন, বৈশ্বিক মহামারি ও ইউক্রেন-রাশিয়া সংকটের ফলে বিশ্বব্যাপী আমদানি হওয়া পণ্যের মূল্য বৃদ্ধি ও এর প্রভাবে শুল্ক বৃদ্ধি, শিপিং খরচ বৃদ্ধি ইত্যাদি কারণে উৎপাদন ব্যয় অত্যধিক বেড়ে গেছে। যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি জনগণকে দুশ্চিন্তাগ্রস্ত করছে। একইভাবে রপ্তানি শিল্পে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হচ্ছে। এতে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। যার নেতিবাচক প্রভাব ব্যালেন্স অব পেমেন্টে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মো. জসিম উদ্দিন বলেন, সঞ্চয় কমে যাওয়ার ফলে বিনিয়োগ কমে যেতে পারে। এতে ব্যাংকিং খাতের অর্থপ্রবাহে ভারসাম্যহীনতা দেখা দেওয়ার আশঙ্কাকে বিবেচনা করাও জরুরি হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির প্রভাব জনজীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অর্থনীতির উন্নয়নের চলমান ধারাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব জাতীয় অর্থনীতির ওপর পড়বে।
শিরোনাম
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কারসাজি হয়েছে মনিটরিং নেই
মো. জসিম উদ্দিন
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর