উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত, সব জায়গায়ই ছড়িয়ে পড়েছে নকল কোর্ট ফির ব্যবহার। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র সারা দেশে এই নকল কোর্ট ফি সরবরাহ করে আসছে। ফলে হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। তাই এবার নকল কোর্ট ফি ঠেকাতে দেশের সব আদালতে ইলেকট্রিক ডিভাইস বসানোর উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ লক্ষ্যে ২ হাজার ‘স্ট্যাম্প ইউভি লাইট’ ডিটেক্টর কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সম্প্রতি সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে দাখিল করা ২১টি মামলার নথি পরীক্ষা করে ২০টিতেই নকল জুডিশিয়াল স্ট্যাম্প (কোর্ট ফি) শনাক্ত হওয়ার পর টনক নড়েছে সবার। এর পরেই ইলেকট্রিক ডিভাইস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গত বৃহস্পতিবার থেকে উচ্চ আদালতের পুরনো সব মামলার নথি পরীক্ষা শুরু হয়েছে নকল কোর্ট ফি শনাক্তে। জানা গেছে, আড়াই থেকে তিন বছর আগে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বর্তমান রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী জাল কোর্ট ফি ব্যবহারের বিষয়টি জানতে পারেন। ওই সময় তার উদ্যোগে সিআইডি একটি অভিযানও চালায়। কিন্তু করোনাসহ নানা কারণে সেই উদ্যোগ অনেকটা ভেস্তে যায়। সর্বশেষ চলতি বছরের শুরুতে ফের উদ্যোগ নেন তিনি। বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে দফায় দফায় চিঠি লেখেন এ ব্যাপারে করণীয় নির্ধারণে। একাধিকবার চিঠি লেখার পর গত মাসে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরকে নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি ফাইল নিয়ে যাওয়া হয়। পরে সেগুলো পরীক্ষা করে দেখা যায়, ব্যবহৃত সব কোর্ট ফি’ই নকল। ওই বৈঠক থেকে নকল কোর্ট ফি’র ব্যবহার রোধে করণীয় নিয়ে আলোচনা হয়। এরপরই সুপ্রিম কোর্ট প্রশাসনের উদ্যোগে নকল কোর্ট ফি চিহ্নিতকরণে কয়েকটি ‘স্ট্যাম্প ইউভি লাইট’ ডিটেক্টর কেনার উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ গত সপ্তাহে দুটি ডিভাইস সুপ্রিম কোর্ট প্রশাসনের হাতে আসে। পরে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে হাই কোর্টের মোশন বেঞ্চ থেকে ২১টি ফাইল আনা হয়। সব চেক করে ২০টি ফাইলে ব্যবহৃত কোর্ট ফি’র সবই জাল বলে ধরা পড়ে। এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল বিভাগের অন্যান্য সব বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন। বৈঠকের সুপারিশ অনুযায়ী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষজ্ঞ টিমকে দিয়ে আদালত চত্বরে অভিযান চালায় সুপ্রিম কোর্ট প্রশাসন। অভিযানে জাল কোর্ট ফি’সহ দুজন ভেন্ডর (স্ট্যাম্প বিক্রেতাকারী এজেন্সির মালিক) ও একজন কোর্ট ফি সরবরাহকারীকে হাতেনাতে আটক করা হয়। জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই নকল কোর্ট ফি’র কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, প্রধান বিচারপতির নির্দেশে নকল কোর্ট ফি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সব আদালতে ইলেকট্রনিক ডিভাইস পাঠানো হবে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী বলেন, তিন বছর ধরে এ নিয়ে কাজ করছি। বৃহস্পতিবার সিআইডিকে নিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। নকল কোর্ট ফি চিহ্নিত করতে ২ হাজার মেশিন কেনার সিদ্ধান্ত হয়েছে। এসব মেশিন দেশের সব অধস্তন আদালতে পাঠানো হবে। সংশ্লিষ্টরা জানান, কোর্ট ফি ছাড়া মামলা বা আবেদন দাখিল করার সুযোগ নেই। ১৫০ টাকার কোর্ট ফি থেকে মামলাভেদে সর্বোচ্চ ৫০ হাজার টাকার কোর্ট ফি’র প্রয়োজন পড়ে প্রতিটি মামলায়। দেশের বিভিন্ন সরকারি নথিতে কোর্ট ফি লাগানোর প্রয়োজন পড়ে। ২ টাকা থেকে ৫ হাজার টাকা মূল্যমানের কোর্ট ফি চালু আছে। এই কোর্ট ফি বিক্রি করে সরকারের প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়। এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যক্তি নকল কোর্ট ফি ছাপিয়ে অল্প টাকায় বিক্রি করে। মাঝে মাঝে এ চক্রের সদস্যরা ধরাও পড়ে। কিন্তু তাতে থামছে না তাদের এই নকল কোর্ট ফি ছাপানো।
শিরোনাম
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম