বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা
ব্যাপক শোডাউন

সম্রাট আবার কারাগারে

নিজস্ব প্রতিবেদক

সম্রাট আবার কারাগারে

দুদকের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে আবার কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ     মো. আসিফুজ্জামান এ আদেশ দেন। এদিন সম্রাটের আত্মসমর্পণকে কেন্দ্র করে আদালতপাড়ায় ব্যাপক শোডাউন করেন সম্রাটের সমর্থকরা। এর আগে সম্রাট আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করেন। এর আগে গত ১৮ মে দুদকের এ মামলায় সম্রাটকে নিম্ন আদালতের দেওয়া জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাই কোর্ট।

তার আগে গত ১১ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় সম্রাটকে জামিন দেন। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলার পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিনের পর সম্রাটের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী। সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। মামলা চারটি হলো- অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের দায়ের করা মামলা। বর্তমানে সব মামলায় তিনি জামিনে রয়েছেন। সবশেষ গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের করা মামলায় জামিন পান সম্রাট। ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‌্যাব।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর