সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

পদ্মা সেতুই নাম প্রজ্ঞাপন জারি উদ্বোধন ২৫ জুন

নিজস্ব প্রতিবেদক

পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘পদ্মা সেতু’ রেখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে সরকার। গতকাল সেতু বিভাগ থেকে নামকরণের এই প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ২৫ জুন সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রজ্ঞাপনে বলা হয়, “সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’ এর আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করিলেন।” সেতুটির নাম ‘শেখ হাসিনা সেতু’ করার দাবি ছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সায় দেননি। সব বাধা পেরিয়ে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়।

সর্বশেষ খবর