শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

১২ কেজি এলপিজি সিলিন্ডার এখন ১২৪২ টাকা

নিজস্ব প্রতিবেদক

রান্নার কাজে ব্যবহৃত তরল প্রাকৃতিক গ্যাস-এলপি গ্যাসের সিলিন্ডারের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম এখন ১ হাজার ২৪২ টাকা। এ ছাড়া জুনে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের লিটারপ্রতি দাম ৫৭ দশমিক ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম গতকাল সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হয়েছে। এর আগে মে মাসে ১২ কেজি এলপি সিলিন্ডার গ্যাস বিক্রি হয়েছে ১ হাজার ৩৩৫ টাকায় আর অটোগ্যাস বিক্রি হয়েছে ৬২ টাকা ২১ পয়সায়।

আন্তর্জাতিক বাজারে দাম কমায় এলপি গ্যাসের দাম মে মাসের চেয়ে জুনে ৭ শতাংশ কমেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃপক্ষ গতকাল জানায়, জুন মাসে প্রতি কেজি এলপিজির দাম পড়বে মূসকসহ ১০৩ টাকা ৫২ পয়সা, যা মে মাসে ছিল ১১১ টাকা ২৬ পয়সা। এই হিসাবে মে মাসের চেয়ে জুনে দাম কমেছে ৭ শতাংশ। এর আগে এপ্রিলের তুলনায় মে মাসে দাম কমেছিল ৭ দশমিক ২৩ শতাংশ। নতুন মূল্যহার অনুযায়ী সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৫৭০ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১ হাজার ২৪২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ২৯৫ টাকা, ১৫ কেজি ১ হাজার ৫৫৩ টাকা, ১৬ কেজি ১ হাজার ৬৫৭ টাকা, ১৮ কেজি ১ হাজার ৮৬৩ টাকা, ২০ কেজি ২ হাজার ৭১ টাকা, ২২ কেজি ২ হাজার ২৭৮ টাকা, ২৫ কেজি ২ হাজার ৫৮৭ টাকা, ৩০ কেজি ৩ হাজার ১০৬ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৪১৬ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৬২২ টাকা এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারের দাম ৪ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। মে মাসের জন্য সৌদি আরামকোর সিপি মূল্যে প্রোপেন ও বিউটেনের মিশ্রণের গড় মূল্য ছিল ৮৫৬ দশমিক ৫০ ডলার। জুন মাসে সেই মিশ্রণের দাম কমে দাঁড়ায় ৭৫০ ডলার। নতুন মিশ্রণের সঙ্গে ডলারের বিনিময় হার ৮৯ টাকা ১৫ পয়সা বিবেচনায় জুন মাসে দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।

সর্বশেষ খবর