বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ব পরিস্থিতি এখন খুবই ঘোলাটে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বাংলাদেশের সামনে বহু চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য চাহিদা, সরবরাহ, মূল্যস্ফীতি এবং আমাদের বৈদেশিক বাণিজ্য কঠোরভাবে তদারকির মধ্যে না থাকলে সামাল কঠিন হবে। বাংলাদেশ প্রতিদিনকে সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে মূল্যস্ফীতি ও বিনিময়ের হার আমাদের জন্য সত্যিই উদ্বেগজনক। এর ফলে পুরো অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। ডলারের দাম নিয়মিতভাবে পর্যালোচনার পাশাপাশি সংকট কাটাতে আমদানিতে লাগাম টানতে হবে। কী আমদানি হচ্ছে, তা তদারকি করতে হবে। প্রয়োজনে কিছু পণ্য আমদানি বন্ধ করে দেওয়া যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু যেন অপব্যবহার বা অপ্রয়োজনীয় ব্যবহার না হয়। সেদিকে নজর রাখতে হবে। অর্থ পাচার ঠেকাতে নানামুখী উদ্যোগের পাশাপাশি ব্যাংকঋণ কোথায় ব্যবহৃত হলো, তা নিশ্চিত করতে হবে। কারণ, ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। নানামুখী পদক্ষেপ নিলে সংকট কাটিয়ে উঠতে ওঠা যাবে। তিনি আরও বলেন, ইদানীং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য পণ্য, যেমন সেবা, পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে দেশেও দাম বাড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু যে হারে আমদানি করা পণ্যের দাম বাড়ছে, সে হারের চেয়ে দেশীয় বাজারে মূল্যবৃদ্ধি হয়েছে বেশি। দেশীয় পণ্যের ক্ষেত্রে সরবরাহের প্রক্রিয়ায় পাইকারি ও খুচরা বিক্রেতার মধ্যে কিছুটা যোগসাজশ থাকতে পারে। পণ্যের চাহিদা, সরবরাহ, মজুদ, আমদানি এবং সরকারের ভাণ্ডারে কী পণ্য কতটুকু মজুদ, এগুলোর প্রতি সব সময় নজর রাখতে হবে।
শিরোনাম
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি