বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ব পরিস্থিতি এখন খুবই ঘোলাটে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বাংলাদেশের সামনে বহু চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য চাহিদা, সরবরাহ, মূল্যস্ফীতি এবং আমাদের বৈদেশিক বাণিজ্য কঠোরভাবে তদারকির মধ্যে না থাকলে সামাল কঠিন হবে। বাংলাদেশ প্রতিদিনকে সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে মূল্যস্ফীতি ও বিনিময়ের হার আমাদের জন্য সত্যিই উদ্বেগজনক। এর ফলে পুরো অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। ডলারের দাম নিয়মিতভাবে পর্যালোচনার পাশাপাশি সংকট কাটাতে আমদানিতে লাগাম টানতে হবে। কী আমদানি হচ্ছে, তা তদারকি করতে হবে। প্রয়োজনে কিছু পণ্য আমদানি বন্ধ করে দেওয়া যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু যেন অপব্যবহার বা অপ্রয়োজনীয় ব্যবহার না হয়। সেদিকে নজর রাখতে হবে। অর্থ পাচার ঠেকাতে নানামুখী উদ্যোগের পাশাপাশি ব্যাংকঋণ কোথায় ব্যবহৃত হলো, তা নিশ্চিত করতে হবে। কারণ, ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। নানামুখী পদক্ষেপ নিলে সংকট কাটিয়ে উঠতে ওঠা যাবে। তিনি আরও বলেন, ইদানীং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য পণ্য, যেমন সেবা, পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে। বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে দেশেও দাম বাড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু যে হারে আমদানি করা পণ্যের দাম বাড়ছে, সে হারের চেয়ে দেশীয় বাজারে মূল্যবৃদ্ধি হয়েছে বেশি। দেশীয় পণ্যের ক্ষেত্রে সরবরাহের প্রক্রিয়ায় পাইকারি ও খুচরা বিক্রেতার মধ্যে কিছুটা যোগসাজশ থাকতে পারে। পণ্যের চাহিদা, সরবরাহ, মজুদ, আমদানি এবং সরকারের ভাণ্ডারে কী পণ্য কতটুকু মজুদ, এগুলোর প্রতি সব সময় নজর রাখতে হবে।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
কী আমদানি হচ্ছে তদারকি করতে হবে
সালেহউদ্দিন আহমেদ
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর