মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

কোরবানিতে ১ কোটি ২৫ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য

অবৈধ পাচার, মূলধন ও লবণের ঘাটতি নিয়ে শঙ্কা

রুকনুজ্জামান অঞ্জন

আসন্ন ঈদে কোরবানির পশু থেকে এবার প্রায় ১ কোটি ২৫ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়েছেন ট্যানারি মালিকরা। তবে তারা আশঙ্কা করছেন, অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে কাঁচা চামড়া পাচার হয়ে যেতে পারে। এ ছাড়া কাঁচা চামড়া সংগ্রহে মূলধন এবং সংরক্ষণে প্রয়োজনীয় লবণের ঘাটতি নিয়েও শঙ্কা রয়েছে ট্যানারি মালিকদের। এসব শঙ্কার কথা উল্লেখ করে তারা বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছেন। গত ২১ জুন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চিঠিতে কাঁচা চামড়ার পাচার ঠেকাতে ঈদের পর অন্তত ৩০ দিন সীমান্ত এলাকায় নজরদারি কঠোর করার সুপারিশ জানানো হয়। এ জন্য বিজিবি ও পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর সুপারিশ করা হয়। চামড়া সংগ্রহের জন্য ট্যানারি মালিকদের অনুকূলে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার ঋণের ব্যবস্থা এবং কাঁচা চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণ সরবরাহের বিষয়টিও নিশ্চিত করার সুপারিশ জানানো হয়।

বিটিএর চেয়ারম্যান শাহীন আহমেদ চিঠিতে উল্লেখ করেন, প্রাথমিকভাবে সংরক্ষণের জন্য শুধু কোরবানির ঈদে কমবেশি ১ কোটি ২৫ লাখ পিস চামড়ার জন্য প্রায় ৮১ হাজার মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে। কোরবানির ঈদের সময় লবণের দাম বৃদ্ধি পায়। কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যেন অতিরিক্ত দাম বাড়াতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সারা দেশে লবণ সরবরাহ নিশ্চিত করতে হবে। ট্যানারি মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদে তারা চামড়া কিনতে মূলধন সংকট এবং করোনা মহামারিকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তারা বলছেন, গত কয়েকদিন ধরে কভিড-১৯-এর সংক্রমণ বাড়তে শুরু করেছে। যদি সংক্রমণ আরও বাড়ে তবে মৌসুমি ব্যবসায়ী, আড়তদারদের বাড়ি বাড়ি গিয়ে দ্রুততার সঙ্গে চামড়া সংগ্রহ কঠিন হয়ে পড়বে। এ পরিপ্রেক্ষিতে যারা কোরবানি দেবেন তারা যদি কোরবানির পশুর চামড়া ছাড়ানোর কাজে নিয়োজিত ব্যক্তিদের দ্বারা কাঁচা চামড়ায় যথাযথ লবণ লাগানোর উদ্যোগ নেন, তবে অনেক চামড়া নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাংলাদেশ প্রতিদিনকে জানান, কোরবানির পশুর চামড়া সংগ্রহ নির্বিঘ্ন করতে এরই মধ্যে একটি আন্তমন্ত্রণালয় সভা হয়েছে তার মন্ত্রণালয়ে। সচিব জানান, লবণের ঘাটতি যাতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া কাঁচা চামড়া পাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্যানারি মালিকদের চামড়া কিনতে ব্যাংকগুলোকে ঋণ সরবরাহের বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মিটিং করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর