বুধবার, ২০ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঈদযাত্রায় সড়কে নিহত ৩৯৮

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার যাত্রাপথে ৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৫ দিনে সড়ক-মহাসড়কে ৩১৯টি দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও ৭৭৪ জন আহত হয়েছেন। রেল ও নৌপথ মিলিয়ে ৩৫৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৪০ জন এবং আহত হয়েছেন ৭৯১ জন। এর মধ্যে রেলপথে ২৫ দুর্ঘটনায় ২৫ জন নিহত ও দুজন আহত হয়েছেন। নৌপথে ১০ দুর্ঘটনায় ১৭ জন নিহত ও আহত হয়েছেন ১৫ জন। এ ছাড়া তিনজন নিখোঁজ হয়েছিলেন। গত সাত বছরের ঈদুল আজহার তুলনায় এবার সড়কে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতি বছরের মতো এবারও প্রতিবেদনটি তৈরি করেছে। মোজাম্মেল হক বলেন, এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১১৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার ৩৫ দশমিক ৪২ শতাংশ, নিহতের ৩২ দশমিক ৯১ শতাংশ। এ সময় সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৫৭ জনই চালক। এ ১৫৭ চালকের মধ্যে ১২৪ জন নিহত হয়েছেন।

তিনি বলেন, সংঘটিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা গেছে মোট যানবাহনের ২৯ দশমিক শূন্য তিন শতাংশ মোটরসাইকেল, ২৩ দশমিক ১৮ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-লরি, ৫ দশমিক ৬২ শতাংশ কার-মাইক্রো-জিপ, ৩ দশমিক ৯৮ শতাংশ নছিমন-করিমন-ট্রাক্টর-লেগুনা-মাহিন্দ্রা, ১১ দশমিক ৪৭ শতাংশ অটোরিকশা, ৯ দশমিক ৩৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক-ভ্যান-সাইকেল ও ১৭ দশমিক ৩৩ শতাংশ বাস। যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব বলেন, লকডাউনের কারণে গত ঈদুল আজহায় মানুষের যাতায়াত সীমিত ছিল। কিন্তু এবারের ঈদে করোনা পরিস্থিতি শিথিল থাকায় মানুষের যাতায়াত বেড়েছে। এবারের ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। এক জেলা থেকে অন্য জেলায় আরও প্রায় ৪ কোটি মানুষের যাতায়াত করেছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর