রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

নারী সেজে ফেসবুক চালিয়ে মোটা অর্থ হাতাচ্ছিলেন সাগর

নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত পারদর্শী আজহার উদ্দিন সাগর নামের যুবক। তিনি সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খোলেন। সেই আইডি থেকে মধ্যবয়স্ক, সমাজের বিত্তশালীদের টার্গেট করে বন্ধুত্বের হাত বাড়িয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। রিকোয়েস্ট গ্রহণ করলেই তাদের ফাঁদে ফেলেন সাগর। এরপর প্রেম, স্পর্শকাতর ও অন্তরঙ্গ আলোচনা। এরপর ভিডিও কল কারসাজি করে স্ক্রিন               রেকর্ড করতেন। সেই ভিডিওর মাধ্যমে ভুক্তভোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিতেন। ১৯ বছর বয়সী সাগরকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি মহিদুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতার সাগর প্রথমে নারী পরিচয়ে ভুক্তভোগীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে স্পর্শকাতর, অন্তরঙ্গ আলাপচারিতার মধ্যে ভিডিও কলে কথা বলার আবদার করে বসেন। আর সম্পর্ক রক্ষা করতে ফাঁদে পড়েন ভুক্তভোগীরা। তখন ভিডিও কল রিসিভ করার পর সাগর স্ক্রিন শেয়ারের মাধ্যমে মোবাইলে ধারণ করা একটি পর্নো ভিডিও ক্লিপ চালিয়ে দেন। পরে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে নিজের মোবাইলে ধারণ করেন। এভাবে রেকর্ড ভিডিও ভুক্তভোগীর আত্মীয়স্বজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানি করার হুমকি দিয়ে মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ব্যবহার করে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেন। ডিবির সাইবার কর্মকর্তা মহিদুল আরও বলেন, ‘আনিকা আক্তার’ নামে ফেসবুক আইডির মাধ্যমে মধ্যবয়সী একজন শিল্পপতির সঙ্গে কয়েক মাস আগে ফেসবুকে পরিচয় হয় সাগরের। পরে ওই আইডি থেকে মধ্যবয়সী ব্যক্তির সঙ্গে নিয়মিত কথোপকথন হয়। এতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ভিডিও কলে তাদের কথা হয়। ওই আইডি থেকে একটি সুপার এডিট পর্নো ভিডিও পাঠিয়ে টাকা দাবি করেন। সুপার এডিট ভিডিও তার আত্মীয়স্বজনসহ ফেসবুক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই ব্যক্তি তার কথামতো টাকা পাঠান। কিন্তু পরে আবার টাকা দাবি করলে ভুক্তভোগী ডিএমপির বাড্ডা থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে সাগরকে শনাক্ত করা হয়। শুক্রবার রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার নজির মোল্লাবাড়ী পশ্চিম পাঠাননগর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ মোবাইলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ ভিডিও কলের রেকর্ড ছিল।

 এ ছাড়া মোবাইলে মেয়েদের পর্নো ভিডিও ও ছবি পাওয়া গেছে। সাগর অসংখ্য নারীর ছবি ব্যবহার করা ৩০-৪০টি ফেসবুক আইডি চালাতেন। এসব আইডি উদ্ধারসহ লাখ লাখ টাকা আত্মসাতের প্রমাণও পাওয়া গেছে। গতকাল সাগরকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সর্বশেষ খবর