রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা
ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার

কী আছে গোপন নথিতে

প্রতিদিন ডেস্ক

কী আছে গোপন নথিতে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের অভিযানের সময় অতি গোপনীয় নথি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এ সম্পর্কে ট্রাম্প ‘ওই নথিতে গোপন কিছুই নেই’ বলে দাবি করলেও, গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যে নথি পাওয়া গেছে তা পরমাণু অস্ত্র সংক্রান্ত নথি। সূত্র : ওয়াশিংটন পোস্ট, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে হানা দিয়ে এফবিআই ‘গোপন এবং স্পর্শকাতর’ নথি বাজেয়াপ্ত করেছে। সংশ্লিষ্টরা ধারণা দিয়েছেন, ট্রাম্পের বাড়ি থেকে পরমাণু অস্ত্র সংক্রান্ত ‘গোপন নথি’ উদ্ধার করা হয়েছে। যদিও সরকারিভাবে এই নথি সম্পর্কে এখনো প্রকাশ্যে কিছু বলা হয়নি। খবরে বলা হয়েছে, ট্রাম্পের বাড়িতে হানা দিয়ে ১১ সেটের নথি উদ্ধার করেছে এফবিআই। তবে ট্রাম্প দাবি করেছেন, নথিগুলোতে ‘গোপন’ কিছু নেই। এক খবরে দাবি করা হয়েছে, ট্রাম্পের বাড়ি থেকে প্রায় ২০টি বাক্স উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফটো বাইন্ডার, হাতে লেখা একটি নোট ও দীর্ঘদিনের মিত্র রজার স্টোনকে লেখা ট্রাম্পের একটি চিঠি রয়েছে। আরও রয়েছে পরমাণু অস্ত্র সংক্রান্ত নথি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর