রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এক মাস পর ফের ৬ শতাংশ ছাড়াল শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক

নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার এক মাস পর ফের ৬ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৬.৫১ শতাংশ। ঠিক এক মাস আগে গত ৩ আগস্ট ৬ শতাংশের বেশি শনাক্ত হারের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। মাঝের দিনগুলোতে হার ছিল ৬ শতাংশের নিচে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষায়  ১৫৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার ৬.৫১ শতাংশ। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১০২ জন। মারা গেছেন একজন। গত ৩ আগস্ট নমুনা পরীক্ষায় ৬.৫৩ শতাংশ শনাক্ত হারের খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। পরদিন তা কমে দাঁড়ায় ৫.১৪ শতাংশে। এর পর শনাক্তের হার ওঠানামা করলেও ৬ শতাংশ পার হয়নি কখনো। উল্টো ২২ আগস্ট শনাক্তের হার কমে দাঁড়ায় ৩.১৫ শতাংশে। ২৩ আগস্ট থেকে ফের বাড়তে শুরু করে। ২৫ আগস্ট ৪ শতাংশ ছাড়িয়ে যায়। ৩১ আগস্ট ৫ শতাংশ ছাড়ায়। গত ২৪ ঘণ্টায় ছাড়িয়ে গেছে ৬ শতাংশ।

 

সর্বশেষ খবর