শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নিজের ঘরে সিঁধ কাটলে পাহারা দেব কীভাবে

নেহাল আহমেদ

নিজের ঘরে সিঁধ কাটলে পাহারা দেব কীভাবে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, ‘কেন্দ্রসচিব শিক্ষক হয়ে যে কাজটি করেছেন তা আমাদের ধারণার মধ্যেই ছিল না। যার হেফাজতে প্রশ্ন দেওয়া হয়েছে তিনি যদি বিশ্বাসঘাতকতা করেন- তবে তো সংকট দেখা দেয়। এটা তো অন্য কেউ কখনো করেননি। চোর যদি নিজের ঘরে সিঁধ কাটে পাহারা দেব কীভাবে?’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মাউশি মহাপরিচালক বলেন, ‘ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পরীক্ষা দেওয়া   বা নেওয়ারও সুযোগ নেই। পরীক্ষা নিয়ে একেবারেই জিরো টলারেন্সে আমরা। প্রশ্নপত্র ফাঁস করে পার পেয়ে যাবে সেই সুযোগ নেই। যে কোনো অভিযোগ পেলেই পরীক্ষা স্থগিত করে তদন্ত করা হচ্ছে। আর প্রশ্নফাঁস করে তো শাস্তির মুখোমুখি হতেই হবে। সমস্যা হচ্ছে, প্রশ্নফাঁস করে আমাদের বিপাকে ফেলে দিয়েছে। এটি করে সরকারের খরচ বাড়িয়ে দিয়েছে আর শিক্ষার্থীদের পরীক্ষাকে বিলম্বিত করা হলো।’ নেহাল আহমেদ বলেন, স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন প্রশ্নপত্র বিজি প্রেসে পাঠানো হয়েছে। এগুলোর ছাপাকাজও শুরু হয়ে গেছে। আশা করছি প্রকাশিত নতুন সূচির আগেই প্রশ্ন ছাপিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো সম্ভব হবে। বোর্ডে অনেক সেট তৈরি করাই থাকে। সরকার বা পরীক্ষা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করতে কেউ প্রশ্নফাঁস করল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর