মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

প্রকল্প পেছানো হলে পুরস্কৃত করা হয় পরিচালককে

মোবাশ্বের হোসেন

প্রকল্প পেছানো হলে পুরস্কৃত করা হয় পরিচালককে

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন, কোনো কর্মকর্তা একবার ভুল করলে সঙ্গে সঙ্গে তাকে শাস্তি পেতে হয়। অথচ সরকারি প্রকল্পে বারবার ভুল করে সেখানে এর কোনো আলামত লক্ষ্য করা যায় না। সরকারি প্রকল্পের অধিকাংশই নির্ধারিত সময়ে শেষ হয় না। কয়েকবার করে মেয়াদ বাড়ে, বছরের পর বছর চলে যায় তার পরও কাজ শেষ হয় না। অথচ এ নিয়ে প্রকল্প পরিচালকদের জবাবদিহির আওতায় আসতে হয় না। উল্টো তাদের পুরস্কৃত করা হয়। প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গে প্রকল্পের বরাদ্দও বাড়ানো হয়। কোনোরকম শাস্তির মুখে পড়তে হয় না তাদের। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোবাশ্বের হোসেন বলেন, উড়ালসড়ক নির্মাণকালে ওই এলাকা পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাটের ক্ষতি হলে তা নির্মাণ করাসহ ঠিকাদারের বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেগুলোর কোনোটিই আমাদের দেশে করা হয় না। অথচ এসবের জন্য আলাদা টাকা পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ না করেও বিল উঠিয়ে নিচ্ছে। আমরাও জানি না কীভাবে এসব বিল অনুমোদন হয়। প্রশ্ন হচ্ছে, সরকারের তদারকি কর্তৃপক্ষ কীভাবে এ বিল সই করে। তাদের যথাযথ তদারকির অভাবে জনগণের এমন দুর্ভোগ হচ্ছে। এই স্থপতি আরও বলেন, বিমানবন্দর থেকে গাজীপুর সড়কের রবিবারের চিত্র দেখেন। সেখানে দিনভর যানজট ছিল। একই জায়গায় গাড়ি কয়েক ঘণ্টা দাঁড়িয়ে ছিল। কারণ বিআরটি প্রকল্পে কাজের কারণে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি থাকায় গাড়ি চলতে পারেনি। অন্যদিকে এ যানজট নিরসনে ট্রাফিক পুলিশ শ্যালো মেশিন লাগিয়ে পানি উত্তোলন করেছে। এখানে পুলিশের উচিত ছিল এসব পানি ও গর্তের ছবি উঠিয়ে দায়ীদের বিরুদ্ধে মামলা করা। মানুষের এ ভোগান্তির পেছনে যারা দায়ী তাদের গ্রেফতার করা।

সর্বশেষ খবর