বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

অপরিকল্পিত উন্নয়নে সেরা নগরীর স্বপ্ন এখন দুঃস্বপ্ন

----- আহমদ সফি উদ্দিন

অপরিকল্পিত উন্নয়নে সেরা নগরীর স্বপ্ন এখন দুঃস্বপ্ন

পরিচ্ছন্ন রাজশাহীর বড় সড়কগুলোর দুই পাশ জুড়ে গড়ে উঠছে বহুতল ভবন। সন্ধ্যায় দৃষ্টিনন্দন বাতির মোহনীয় রূপ। কোল ঘেঁষে পদ্মা নদীর আকর্ষণ। বিশুদ্ধ অক্সিজেনের প্রাণভরা নিঃশ্বাস। সহজলভ্য টাটকা শাক-সবজি আর মাছ। তাই কাছে-দূরে গড়ে উঠছে নতুন নতুন বসত, প্রতিষ্ঠান। তবে সবই কেমন যেন অগোছালো, অপরিকল্পিত। পুরাতন বাড়ি ভেঙে বহু কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে কাদিরগঞ্জ মালোপাড়া সরু সড়ক দুই লেন করা প্রশংসিত হয়েছে। পাশাপাশি সমালোচিত হয়েছে লক্ষ্মীপুর ঝাউতলা সরু সড়ক বড় না করে দুই পাশে সারিবদ্ধ বহুতল ভবন নির্মাণ। যানজটে নাকাল এখন এই এলাকা। সামনে পর্যাপ্ত জায়গা না ছেড়ে কীভাবে নির্মাণ অনুমোদন পেল। নগরজুড়ে চলছে এই বেআইনি নির্মাণযজ্ঞ। কমার্শিয়াল ভবনে কার্যকর নেই পার্কিং। নেই পাবলিক টয়লেট। সাহেববাজারের ভিতরের রাস্তাগুলো দুই পাশ থেকে চেপে দিয়েছে দখলবাজরা। ফুটপাতগুলো ছোট। তার ওপর বেদখল। মোড়গুলো বড় হয়ে চত্বর হয়েছে। চমক আছে। তবে গোলচত্বর ও ত্রিকোণ আইল্যান্ড না থাকায় ভয়ংকর যানজট ও বিশৃঙ্খলা। অথচ বহু বছর আগে করা তালাইমারী ও সিঅ্যান্ডবি মোড়ে পরিকল্পিত ত্রিকোণ আইল্যান্ড থাকায় সেখানে ট্রাফিক পুলিশের দরকার হয় না। এদিকে নগরীতে দুটি বাস টার্মিনাল থাকলেও সেগুলো আধুনিক আরামদায়ক করে পূর্ণাঙ্গ ব্যবহারের চেষ্টা কখনো হয়নি। যত্রতত্র বাস দখল করেছে সড়ক। হাজার হাজার ব্যাটারিচালিত গাড়ি ও রিকশা রাজশাহীর জনজীবনের গতি, বিরক্তি। ব্যস্ত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ ও গতি সীমিতকরণ করাও দরকার।

লেখক : সভাপতি, সুজন, রাজশাহী

সর্বশেষ খবর