বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সোশ্যাল মিডিয়ায় টার্গেট নারী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘বাংলাদেশ সেনাবাহিনী’ লেখা নেইম প্লেট, সেনা ক্যামো টুপি, চাকরির আইডি কার্ড, সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি দিয়ে নারীদের টার্গেট করতেন মো. রাসেল (২৭)। চাকরির ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) দেখিয়ে ফেসবুকেই সুসম্পর্ক গড়ে তুলতেন আগ্রহী নারীদের সঙ্গে। একপর্যায়ে তাদের আপত্তিকর ছবি কৌশলে মোবাইল ফোনে ধারণ করে শুরু হতো ব্ল্যাকমেইল। আপত্তিকর ছবি স্বজনদের কাছে প্রেরণ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে অবৈধ সুবিধা নিতেন তিনি। এ ধরনের অভিযোগ পেয়ে র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল খুলনার ডুমুরিয়া থেকে অভিযুক্ত মো. রাসেলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রায় অর্ধশত নারীর সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। গতকাল র‌্যাব-৬-এর কর্মকর্তারা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। অভিযানে রাসেলের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফুলশার্ট, একটি ফুলপ্যান্ট, একটি সেনা ক্যামো টুপি, বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লেখা ভুয়া আইডি কার্ড, মোবাইল ফোন ও সেনাবাহিনীর পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি জব্দ করা হয়। জব্দ হওয়া আলামতসহ গ্রেফতার রাসেলকে খুলনার ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

এদিকে এর আগে ৬ অক্টোবর মো. সোহেল ও কামরুল ইসলাম নামের দুই ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে নিলুফা ইয়াসমীন নামের আরেক নারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেন তারা। নিলুফা ইয়াসমীন ছেলের জীবন রক্ষার্থে তাদের ১২ হাজার টাকা দেন। পরে ওই দুজন র‌্যাবের সদস্য নন বুঝতে পেরে লবণচরা থানায় চাঁদাবাজির অভিযোগে  মামলা করেন নিলুফা। পরে র‌্যাব-৬-এর সদস্যরা লবণচরা ছোট বান্দা আমতলা এলাকা থেকে মো. সোহেলকে (৩৮) গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করেন। র‌্যাব কর্মকর্তারা এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর