মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্যাংক বুথ থেকে অভিনব টাকা চুরি

দিনাজপুর প্রতিনিধি

ব্যাংক বুথ থেকে অভিনব টাকা চুরি

দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডের ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সিডিএম (টাকা জমা মেশিন)সহ ১৫ লাখ ৯১ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যা থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া টাকাসহ সিডিএমের ভাঙা মেশিন উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডের ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সিডিএমসহ চুরির ঘটনা ঘটে। গতকাল দুপুরে এর সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আসলাম উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  গত রবিবার ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজার অপূর্ব রায় মামলা দায়েরের পর এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার বাগপুর গ্রামের মৃত?বিজুল ইসলামের ছেলে বরকত জামান (৩৫) এবং দিনাজপুর সদর উপজেলার রাজারামপুর গ্রামের মতিউর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩৮)। প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, শুক্রবার দিবাগত রাতে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিডিএম মেশিন চুরি হয়।

মেশিনের ভিতরে ১১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা ছিল। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে বুথের গার্ডকে  নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে দেওয়া হয় এবং  মেশিনের তালা খুলে রাখা হয়। চুরির ঘটনার পরদিন গত শনিবার ওই ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক অপূর্ব রায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের সূত্র ধরে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিনের নেতৃত্বে কোতোয়ালি থানার একটি দল তদন্ত শুরু করে। রবিবার দুপুরে সন্দেহভাজন হিসেবে ওই ফাস্ট ট্র্যাক বুথের জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামান ও বিকাশের স্থানীয় এজেন্ট রেজাউল ইসলামকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে দুই ব্যক্তি পুলিশের কাছে টাকা চুরির বিষয় স্বীকার করেন। অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ১১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা ও ৪ লাখ টাকার ফলস (ভুয়া) ডিপোজিট স্লিপ এবং আটটি এটিএম কার্ড, তিনটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়। গতকাল গ্রেফতারদের আদালতে  সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর