শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আইসিসিবিতে সিরামিক পণ্য প্রদর্শনী শুরু

জানুয়ারির মধ্যে গ্যাস সমস্যা সমাধানের আশা বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

আইসিসিবিতে সিরামিক পণ্য প্রদর্শনী শুরু

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী সিরামিক পণ্যের প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন প্রদর্শনীতে। বাসাবাড়ি, অফিসে ব্যবহারের টেবিলওয়্যার, স্যানিটারিওয়্যার ও টাইলস প্রদর্শনীতে দেশীয় ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। গতকাল শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ খাতের উদ্যোক্তারা তৈরি পোশাকের মতো সিরামিক পণ্য রপ্তানি করে বিলিয়ন ডলার আয় করবেন বলে আমার প্রত্যাশা। বিশ্বব্যাপী চলমান সংকটের কারণে বাংলাদেশেও গ্যাস নিয়ে সমস্যা হয়েছে। গ্যাসের অভাবে শিল্প-কারখানা চালানো মুশকিল হচ্ছে। জানুয়ারি নাগাদ এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি। তিনি বলেন, শিল্প-কারখানার গ্যাস সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শিগগিরই ব্যবসায়ীদের নিয়ে বসব, সমস্যার একটা খসড়া তৈরি করে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে। এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী সিরামিক খাতের উন্নয়নে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ও কাঁচামালের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। বিসিএমইএর সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, স্যানিটারি, টেবিলওয়্যার ও টাইলস উৎপাদন করছে ৭০টির বেশি কারখানা। এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন বলেন,  বিশ্বব্যাপী সিরামিক পণ্যের চাহিদা বাড়ায় অনেক বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এক্সপোতে অনেক বিদেশি বিনিয়োগকারী ও কোম্পানি অংশ নিয়েছেন। প্রথম দিনেই দর্শনার্থী-উদ্যোক্তাদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে প্রদর্শনীস্থল। স্থানীয় ছাড়াও বিদেশি ২০টি দেশের ১২০ প্রতিষ্ঠান তাদের উৎপাদিত ১৫০টি ব্র্যান্ড নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে। মেলার প্রিন্সিপাল স্পন্সর আকিজ সিরামিক, প্লাটিনাম স্পন্সর শেলটেক ও ডিবিএল সিরামিক এবং কো-স্পন্সর মীর, আবুল খায়ের ও বিএইচএল সিরামিক, এইচএলটিডিএলটি টেকনোলজি ও সাকমি। পণ্য প্রদর্শনী ছাড়াও তিন দিনে পাঁচটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি এবং বিটুসি মিটিং, র‌্যাফেল ড্র, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচনের সুযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর