শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

একক নির্বাচন করতে চায় তৃণমূল

------- সাজ্জাত পারভেজ

একক নির্বাচন করতে চায় তৃণমূল

জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাত পারভেজ বলেছেন, নীলফামারীতে আগামী নির্বাচনে জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীরা একক নির্বাচন করতে চায়। নীলফামারীর ছয়টি উপজেলা ও চারটি পৌরসভায় তার দলের আহ্বায়ক কমিটি রয়েছে। এরই মধ্যে জলঢাকা উপজেলা ও পৌর কমিটি গঠন হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট হলেও জাতীয় পার্টির নেতা-কর্মীরা নৌকা মার্কায় ভোট দেবে না। তৃণমূলের               নেতা-কর্মীরা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সাজ্জাত পারভেজ বলেন, আওয়ামী লীগের সঙ্গে ঐক্য শুধু ভোটের সময় দেখা যায়। বাকি সময় আমাদের মূল্যায়ন করা হয় না। এ নিয়ে ক্ষোভ রয়েছে জাপা নেতা-কর্মীদের মাঝে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি জয়ী হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর