সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
নবীনগর আওয়ামী লীগ

সম্মেলন শুরুর আগেই কর্মীদের চেয়ার ছোড়াছুড়ি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরুর আগেই কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অতিথিরা মঞ্চে আসন নেওয়ার পরপরই স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল ও  উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফয়জুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে ওই চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ ঘটনায় তিনজন আহত হন। আহত শাহেদন মিয়া (৭৫), তোফাজ্জল হোসেন (২৭) ও আহাদকে (২৭) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ সময় নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে শত শত নেতা-কর্মী ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় শান্ত থাকার জন্য বারবার মাইকে অনুরোধ করা হয়। পরে পরিস্থিতি শান্ত হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, শেখ হাসিনা দেশের পাশাপাশি নিজের দল আওয়ামী লীগ, মাঝে মাঝে বিএনপিও চালান। শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সব ব্যবস্থা নিয়েছেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফয়জুর রহমান বাদল সভায় সভাপতিত্ব করেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ক্যাপ্টেন (অব:) এ.বি তাজুল ইসলাম এমপি, মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি, আল-মামুন সরকার। পরে ফয়জুর রহমান বাদলকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জহির উদ্দিন চৌধুরী সাহানের নাম ঘোষণা করেন র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

সর্বশেষ খবর