বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা গেছে প্রায় ৩২ বছর বয়সী সৈকত বাহাদুর নামে একটি পুরুষ হাতি। সোমবার বিকাল চারটার দিকে খাবার খাওয়ার সময় পার্কের ভিতরে হাতির গোদা পয়েন্টে এটি মারা যায়।

পার্ক কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকাল চারটার দিকে পার্কের হাতির গোদায় খাবার (কলা গাছ) গ্রহণরত অবস্থায় হঠাৎ মাটিয়ে লুটিয়ে পড়ে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া ও পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইন হাতিটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করেন। ধারণা করা হচ্ছে সৈকত বাহাদুর নামক পার্কের এই হাতিটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। এই তথ্য নিশ্চিত করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া জানান, মানুষের মতো প্রাণীরাও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। মনে হয় আগে থেকেই হাতিটির হার্টে সমস্যা ছিল। যার কারণে হাতিটির হঠাৎ মৃত্যু হয়। অবশ্য শরীরের অন্য কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, হাতিটির ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নমুনা ঢাকায় ল্যাবে পাঠানো হবে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে সাফারি পার্কে ছোট-বড় পাঁচটি হাতি রয়েছে। এর মধ্যে টেকনাফের বনাঞ্চল থেকে উদ্ধার হাতিশাবক যমুনা এবং বার্ধক্যের ভারে জর্জরিত হাতি রংমালা রয়েছে। পুরুষ হাতি মারা যাওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়। সোমবার দিবাগত রাত ৯টার দিকে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

সর্বশেষ খবর