রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শেরেবাংলায় সবুজের বাজার

শেকৃবি প্রতিনিধি

শেরেবাংলায় সবুজের বাজার

‘নিরাপদ খাদ্য নগরীয় প্রতিবেশ, সকলে মিলে আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে দেশে প্রথমবারের মতো নগর কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান সম্মেলনকক্ষে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

আটটি শেয়ারিং গ্রুপ, সাতটি বাই-সেল গ্রুপ, পাঁচটি নার্সারি, উদ্যোক্তা, বাগানি এবং শেকৃবির কৃষি ক্লাবসহ ৪০টি স্টল মেলায় অংশ নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল জমজমাট সবুজের বাজার। বিভিন্ন সবজির চারাগাছ, বীজ নিতে গ্রীন লাভার সোসাইটির স্টলে ছিল উপচে পড়া ভিড়। এতে দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেন শেকৃবি এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইসলাম ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবু নোমান ফারুক আহমেদ। মেলার মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার মেলার উদ্বোধন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর