শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

জানাজায় হাতকড়া ও ডান্ডাবেড়ি মানবতার চরম লঙ্ঘন

----- ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মায়ের জানাজার মতো একটি স্পর্শকাতর ঘটনায় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো ভদ্রতাবিবর্জিত ও মানবতাবিরোধী। মানবতার চরম লঙ্ঘন। গতকাল রাজধানীর পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলন প্রস্তুতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো অবস্থায় জানাজা পড়তে হয়। এ  ঘটনার প্রতিবাদ জানিয়ে আরও তিনি বলেন, এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে উচ্চ আদালতে একটি আদেশ বহাল থাকা সত্ত্বেও তারা এটা করেছেন। এটা কোনো সভ্য এবং ভদ্রোচিত আচরণ হতে পারে না। এতে আরও বক্তব্য রাখেন- খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান ও মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।

সর্বশেষ খবর