শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

সাংবাদিক পরিবারের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার পরিবারের লোকজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আক্রান্তদের উদ্ধার করে।

হামলায় আহত হয়েছেন সাংবাদিকের ছোট ভাই হাফেজ মাওলানা নাজিজুল হক (৩১)।

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার কৈগাড়ী গ্রামের সোনারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, আগের দিন বৃহস্পতিবার গভীর রাতে বহিরাগত অজ্ঞাত ব্যক্তিরা সাংবাদিকের বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করে। বাড়ির ভিতর থেকে কেউ সাড়া দেননি। গতকাল সকালে কৈগাড়ী সোনারপাড়ার রহমতুল্লাহর দুই ছেলে রহিম, গোলামের নেতৃত্বে এখলাছুর, আজিজুল, আতিকুল ও সিংড়ার বেওলা এলাকায় আলহাজসহ বহিরাগত ১০/১৫ জন দেশীয় ধারালো অস্ত্র হাতে সাংবাদিকের বাড়ির রাস্তায় ঘুরাঘুরি করছিল। এমন সময় সাংবাদিকের ছোটভাই হাফেজ নাজিজুল বাড়ি থেকে বের হওয়া মাত্রই তার ওপর হামলা করে সন্ত্রাসীরা। ছুরিকাঘাত করলে তার হাতের আঙুলে লেগে কেটে যায়। ভাইকে বাঁচাতে আরেক ভাই নুরনবী এগিয়ে গেলে তাকেও ধাওয়া করে। পরে সাংবাদিকের ওপর হামলার জন্য বাড়ির সামনে অবস্থান নেয় দেশীয় অস্ত্রধারী হামলাকারীরা। তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সাংবাদিক নজরুল ইসলাম দয়া।

সর্বশেষ খবর