সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাহাড়ে বলসুন্দরীর বাম্পার ফলন

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে বলসুন্দরীর বাম্পার ফলন

বলসুন্দরী। নাম যেমন, দেখতে ঠিক তেমনই। কাঁচা অবস্থায় সবুজ। পাকলে সিঁদুর লাল, কমলা কিংবা হলুদ। দেখতে আকর্ষণীয়, অনেকটা আপেলের মতো। তবে আকারে ছোট। স্বাদেও মজাদার। রসালো এ ফলের গন্ধও অতুলনীয়। তাই এর নাম বলসুন্দরী। রাঙামাটির পাহাড়ে এবারও বলসুন্দরীর বাম্পার ফলন হয়েছে। চাহিদা বেশি। লাভও বেশি। তাই বলসুন্দরী চাষে আগ্রহী পাহাড়ের অনেক কৃষক। চাষিরা বলছে, পাহাড়ের গন্ডি  পেরিয়ে এ বলসুন্দরী বাজারজাত হচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে।

রাঙামাটি জেলার বন্দুক ভাঙা ইউনিয়নে সুশান্ত তঞ্চঙ্গা বলেন, ২০১৯ সালে সখের বসে বলসুন্দরী চাষাবাদ শুরু করেন। ১০০০টি মতো গাছ লাগান নিজের বাগানে। মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি চারা গাছে বলসুন্দরী ফলন এসেছে বাম্পার। এরই মধ্যে ৫০ হাজার টাকা বিক্রি হয়েছে বলসুন্দরী। বাগানে আরও ফল আছে আশা করা হচ্ছে ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যাবে। আগামী বছর আরও ব্যাপক আকারে বাগান করার ইচ্ছা রয়েছে তার।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তপন কুমার পাল জানান, বাউকুল, আপেল কুল, কাশ্মীরি কুলের চেয়ে এখন বেশি চাহিদা দেখা দিয়েছে বলসুন্দরী। সাধারণত এ ফল অস্ট্রেলিয়ায় হয়। কিন্তু বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এ ফলের চাষ হচ্ছে। এখন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাসহ বালুখালী ইউনিয়নেও বলসুন্দরীর চাষাবাদ হচ্ছে। নার্সারিগুলোতে এ গাছের কলব করা শুরু হয়েছে। বল সুন্দরীর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কারণ এ সম্ভাবনা কাজে লাগানো গেলে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হবে পাহাড়ে।

সর্বশেষ খবর