শিরোনাম
শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বিশেষজ্ঞরা কী বলছেন

উন্নয়ন ঘটেনি সেন্স অব সিকিউরিটির

-জিয়া রহমান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

উন্নয়ন ঘটেনি সেন্স অব সিকিউরিটির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান বলেছেন, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং এর থেকে উৎসারিত মূল্যবোধের দরুন পুরুষদের মধ্যে ‘নারীরা ভোগ্য পণ্য, তারা অধীনস্থ- এ ধরনের ধারণা গ্রোথিত হয়ে আছে। সে জন্য সমাজের সর্বত্রই নারীর প্রতি সহিংসতার পরিমাণ বেশি। সাইবার জগৎকে আমরা এর বর্ধিত অংশ বলতে পারি। অর্থাৎ সমাজের বিভিন্ন স্তরে নারীর যে অবস্থা, সাইবার জগতেও একই অবস্থা বিরাজ করছে। এর অন্যতম কারণ সামাজিক বা পেশাগত জায়গাগুলোতে নারীর অংশগ্রহণ বেড়েছে, নারী ও পুরুষের মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে আমরা পরিবর্তনের একটি ক্রান্তিকাল পার করছি। ফলে বিভিন্ন জায়গায় নারীদের সহিংসতার শিকার হওয়াকে এ ক্রান্তিকালের ফল বলতে পারি। অর্থাৎ আমাদের সমাজ এ পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত নয়। কারণ পুরুষদের মধ্যে এখনো পুরুষতান্ত্রিক মানসিকতা বিদ্যমান। ফলে ‘সেন্স অব সিকিউরিটি’র উন্নয়ন ঘটেনি। অনেক পুরুষ এখনো নারীকে পেলেই ভোগ করার প্রবণতা রাখেন। এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্রকে ‘শাস্তিমূলক বিচারের ব্যবস্থা করতে হবে। কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। যাতে অপরাধী অপরাধ করে পার পাওয়ার কথা ভাবতে না পারেন। সেই সঙ্গে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সেটা সামাজিক যত প্রতিষ্ঠান আছে, যেমন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক সংগঠন, সবকটির মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ খবর