শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বিশেষজ্ঞরা কী বলছেন

ওয়েবপোর্টাল ফিল্টারিং জরুরি

-ডা. মোহিত কামাল

নিজস্ব প্রতিবেদক

ওয়েবপোর্টাল ফিল্টারিং জরুরি

প্রখ্যাত মনোচিকিৎসক অধ্যাপক ডা. মোহিত কামাল বলেছেন, মোবাইল ফোন সংস্কৃতি চালু হওয়ার পর থেকেই নারী-পুরুষের মধ্যে বিভিন্ন রকমের অনৈতিক সম্পর্ক বেড়েছে। তাদের মধ্যে অন্তরঙ্গতা বাড়ছে, হীন উদ্দেশ্য থাকলে সেগুলো রেকর্ড হচ্ছে, পরে একে অন্যকে ব্লাকমেইল করছে। এ ছাড়া সাইবার অপরাধে দিনে দিনে পরকীয়া বাড়ছে, বহু ঘরও ভেঙে যাচ্ছে। এসব কারণে ঘরে ঘরে হাহাকার শুরু হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এই মনোবিজ্ঞানী বলেন, নানা অপ্রীতিকর সম্পর্ক ভিডিও ধারণ করে জিম্মি করা হচ্ছে মেয়েদের। এর অল্প কয়েকটি সামনে আসে, বহু অগোচরে থাকে। অনেক টিনএইজ মেয়ের ছবি এডিট করে তাদের খারাপ বন্ধুরা পর্নোস্টারদের ছবি জুড়ে দিচ্ছে। ফলে এই মেয়েরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। পরে তাদের নানা অনৈতিক কাজে বাধ্য করা হচ্ছে। বড় লোকের বউ, বড় লোকের মেয়েদের টার্গেট করে অন্তরঙ্গ সম্পর্ক তৈরির পরে ছোবল মারছে একটি চক্র। এ চিকিৎসক আরও বলেন, নায়িকা বা মডেল হওয়ার উদ্দেশ্যে একটি খারাপ চক্রের হাতে পড়ে মেয়েরা সর্বস¦ হারাচ্ছে। অল্প বয়সী টিনএইজ মেয়েরা এর শিকার হচ্ছে। এজন্য বুঝে শুনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে মেয়েদের। নারী-পুরুষ, ছেলে-মেয়ে, তরুণ-তরুণীদের সম্পর্ক নৈতিক হলে সেক্ষেত্রে ঝুঁকি থাকে না। কিন্তু এই সম্পর্ক অনৈতিক হলে বিভিন্ন ঝুঁকির আশঙ্কা থাকে। এখনকার ছেলে-মেয়েরা সম্পর্ক করতে গিয়ে ‘বেড সিন’ পর্যন্ত করে ফেলে। এরপর নানা ঝুঁকিতে পড়ে যায় মেয়েটি। বিয়ের আগে অনৈতিক সম্পর্ক কোনোভাবেই ঠিক নয়। বিয়ের আগে শারীরিক সম্পর্ক হলে অনেক ক্ষেত্রে বিয়ে হয় না, হলেও সেটি স্থায়ী হয় না। ছেলে-মেয়েদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। অনৈতিক সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। তিনি বলেন, শিশুবান্ধব কিছু এ্যাপস তৈরি করার দাবি জানাই সরকারের কাছে, যাতে শিশুরা এসব দেখে আনন্দ পেতে পারে। তারা যেন পর্নোসাইটে প্রবেশের আগ্রহ না পায়। এ ছাড়া ওয়েবপোর্টালগুলো ফিল্টারিং করতে হবে। আকাশসীমাকে ধর্মীয় অনুশাসন অনুযায়ী ফিল্টার করতে হবে। কোনো ধর্মই অনৈতিক সম্পর্ককে সমর্থন করে না।

সর্বশেষ খবর