শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বিশেষজ্ঞরা কী বলছেন

আইনের আশ্রয় নিতে হবে

-মোখলেসুর রহমান

নিজস্ব প্রতিবেদক

আইনের আশ্রয় নিতে হবে

পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান বলেছেন, সাইবার অপরাধের বেশি শিকার হচ্ছে নারীরা। পুরুষরা তাদের পরিচয় প্রকাশ বা গোপন রেখে নারীদের সঙ্গে আক্রমণাত্মক ভাষায় কথা বলছে। নারীদের হেয় প্রতিপন্ন করছে। মানুষরূপী কিছু বিকৃত মানুষ নারীদেরকে জিম্মি বা হেয় প্রতিপন্ন করে উপভোগ করছে। নারীরা যেন সামাজিক যোগাযোগমাধ্যমে না আসে বা তারা যেন সুখ-দুঃখের কথা না বলতে পারে, সেজন্য তাদের হেনস্তা করার চেষ্টা করে। নারীদের সঙ্গে মূলত তারা বিকৃত লালসা চরিতার্থ করতে চায়।

নারীদের এর থেকে পরিত্রাণ দিতে যথাযথভাবে আইনের প্রয়োগ করতে হবে। নারীরা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি আর পর্নোগ্রাফির শিকার হচ্ছে। কিন্তু তারা পারিবারিক বা সামাজিক কারণে আইনের আশ্রয় নিচ্ছে না বা এসব ঘটনার শিকার হয়েও বিষয়টি লুকিয়ে রাখছে। ফলে নারীরা সাইবার সংশ্লিষ্ট অপরাধের শিকার হচ্ছে বেশি। যত বেশি এসব ঘটনা লুকিয়ে রাখছে তত বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছে নারীরা। ফলে ভুক্তভোগী নারীরা সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইনের আশ্রয় নিতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর