শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উপনির্বাচনে যারা জমা দিলেন মনোনয়নপত্র

প্রতিদিন ডেস্ক

উপনির্বাচনে যারা জমা দিলেন মনোনয়নপত্র

বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোতে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল অর্ধশত সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : বগুড়ার দুুটি সংসদীয় আসনের উপনির্বাচনে হিরো আলমসহ ২২ জন মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে হিরো আলম বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনে মোট দুটি আসনে মনোনয়নপত্র জমা দেন। দুপুরে বগুড়া-৬ (সদর) আসনের নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জেলা প্রশাসনের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সহসভাপতি ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, দফতর সম্পাদক আল রাজি জুয়েলসহ একাধিক দলীয় নেতা-কর্মী। এই আসনে অন্যান্য মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর, জাসদের ইমদাদুল হক ইমদাদ, গণফ্রন্টের আফজাল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল, ব্যবসায়ী আবদুল মান্নান আকন্দ, মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু, আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, রাকিব হাসান, মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, বাংলাদেশ খেলাফতে আন্দোলনের প্রার্থী মো. নজরুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী মো. ফয়সাল বিন শফিক। বেলা ১টায় মনোনয়ন জমা দেন বগুড়া-৪ আসনের ১৪-দলীয় মনোনীত প্রার্থী বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন। মনোনয়ন জমা দেওয়ার সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এই আসনে অন্য মনোনয়ন জমাদানকারীরা হলেন জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, জাকের পার্টির আবদুর রশিদ সরদার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল, স্বতন্ত্র প্রার্থীরা হলেন গোলাম মোস্তফা, আলহাজ ইলিয়াস আলী, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, মো. আবদুর রশিদ। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র তুলেছেন মোট ১৩ জন। আর বগুড়া-৪ আসনে সংগ্রহ করেছিলেন ৯ জন। তারা প্রত্যেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী- শূন্য আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি। যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, আওয়ামী লীগ বিদ্রোহী রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার (স্বতন্ত্র), সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম (স্বতন্ত্র), জাতীয় পার্টির আবদুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মো. নবীউল ইসলাম এবং জাকের পার্টির মো. গোলম মোস্তফা। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওদুদ, গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী হয়ে বহিষ্কৃত সামিউল হক (স্বতন্ত্র), জাসদ (ইনু) মনিরুজ্জামান মনির, শিবির ক্যাডার থেকে জাতীয় পার্টিতে যোগ দেওয়া মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএফের কামরুজ্জামান খান এবং তাহরিমা (স্বতন্ত্র)।

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর বিএনপির ছয় সংসদ সদস্য পদত্যাগ করায় আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে তফসিলে নির্ধারিত সময়ের শেষ দিনে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বিকাল ৪টা পর্যন্ত সরাইল ও আশুগঞ্জে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। আশুগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস জানান, বিকাল ৪টা পর্যন্ত আশুগঞ্জে মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন (স্বতন্ত্র), বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজু (স্বতন্ত্র) ও জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল।

সরাইলের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান জানান, বিকাল ৪টা পর্যন্ত সরাইলে মোট আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন জাতীয় সংসদ থেকে সদ্য পদত্যাগকারী পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) উকিল আবদুুস সাত্তার ভূঁইয়া (স্বতন্ত্র), জাতীয় পার্টি থেকে দুবারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী (স্বতন্ত্র), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবদুল হামিদ ভাসানী, যুবলীগ নেতা অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু (স্বতন্ত্র), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত প্রার্থী মো. রাজ্জাক হোসেন, সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা আবদুর রহিম (স্বতন্ত্র) ও সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. মোহন মিয়া (স্বতন্ত্র)। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আশুগঞ্জ দক্ষিণ তারুয়া গ্রামের (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা) শাহ মো. মফিজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য যে, সম্প্রতি বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে ১১ ডিসেম্বর উকিল আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন হবে। সরকারি দল আওয়ামী লীগ এ আসনটিতে তাদের দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত ঘোষণা করে।

ঠাকুরগাঁও : জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বিকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী (ওয়ার্কার্স পার্টি) ১৪-দলীয় জোট, হাফিজ উদ্দীন আহম্মেদ (জাতীয় পার্টি), সিরাজুল ইসলাম (বিএনএফ), এমদাদুল হক (জাকের পার্টির), সাফিআল আসাদ (ন্যাশনাল পিপলস্? পার্টি-এনপিপি), গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র)।

উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৮ জানুয়ারি, বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। আর প্রতীক বরাদ্দ ১৬ জানুয়ারি। সবশেষে এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পয়লা ফেব্রুয়ারি।

সর্বশেষ খবর