শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিনিয়োগের ৫০ ভাগ আসা উচিত পুঁজিবাজার থেকে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে বিনিয়োগ চাহিদার শতকরা ৫০ ভাগ পুঁজিবাজার থেকে আসা উচিত বলে মন্তব্য করেছেন বাণজ্যিমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বর্তমানে শিল্প-বাণিজ্যের অর্থায়নে পুঁজিবাজারের অংশ খুবই কম। বিনিয়োগের বড় অংশ জোগান দিচ্ছে ব্যাংকিং খাত। কিন্তু ব্যাংকগুলো স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন করছে বলে নানা সমস্যা দেখা দেয়। তাই উন্নীত দেশের লক্ষ্য অর্জন করতে হলে পুঁজিবাজারকে কাজে লাগাতে হবে। এখান থেকে বিনিয়োগ চাহিদার কমপক্ষে ৫০ শতাংশ জোগান দিতে হবে। রাজধানীর ইনস্টিটিউট  অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে গতকাল ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩’-এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ‘আধার শেষে আসেই আলো পুঁজিবাজারও হবেই ভালো’ স্লোগান সামনে রেখে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনলাইন পত্রিকা অর্থসূচক। অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম, ঢাকা স্টক এক্সঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএপিএলসি) প্রেসিডেন্ট আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)-এর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও। বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোয় অনেকে কাজ করছে। তাই জেনে-শুনে বিনিয়োগ করতে হবে। গুজবে কান দেওয়া যাবে না। তিনি বলেন, গত ১২ বছরে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে, আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারি। পুঁজিবাজার শিক্ষার গুরুত্ব অনেক। একটি পূর্ণাঙ্গ বাজার গড়তে কাজ করতে চাই। সিএসই চেয়ারম্যান বলেন, দেশের নিবন্ধিত কোম্পানির সংখ্যা অনেক। তবে পুঁজিবাজারে কোম্পানিগুলোর উপস্থিতি একেবারে কম। পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোর বাজারে আসা উচিত। দীর্ঘমেয়াদি বিনিয়োগ পুঁজিবাজার থেকে আসতে হবে। এ ছাড়া এসডিজি অর্থায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান কমিশন আইনি সংস্কারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করছে।

 

সর্বশেষ খবর