শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

করোনা সতর্কতা সব বন্দরে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, চায়নায় করোনার নতুন ভ্যারিয়েন্টের জন্য বাংলাদেশের সব বন্দরে সতর্কতার নির্দেশ  দেওয়া হয়েছে। চায়না থেকে যারা আসবে তাদের পরীক্ষা করা হবে। সন্দেহজনক হলে পরীক্ষা করে আইসোলেশনে নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, যেখানেই বেশি মানুষের সমাগম সেখানেই মাক্স পড়া প্রয়োজন। আমাদের দেশের বেশির ভাগ মানুষ করোনার তৃতীয় ডোজ নিয়েছে, অনেকে আবার চতুর্থ ডোজ টিকাও নিয়েছে। যারা এখনো করোনা টিকা নেননি তারা করোনা টিকা নিন তাহলে সুরক্ষায় থাকবেন। তিনি গতকাল দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ অ্যালুমিনিয়াম লিমিটেড নতুন ভবন উদ্বোধন এবং এর কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশি উদ দুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের পরিচালক সাবানা মালেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর সিভিল সার্জন খাইরুজ্জামানসহ ওই কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর