শিরোনাম
শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জিডিপিতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ওপরে বাংলাদেশ

ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

মোট দেশজ উৎপাদন (জিডিপি)’র আকারের ভিত্তিতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনামের উপরে স্থান পেয়েছে বাংলাদেশ। কানাডাভিত্তিক ভিজ্যুয়াল  ক্যাপিটালিস্টে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)’র পরিসংখ্যান নিয়ে এ প্রতিবেদনটি প্রকাশ করেছে কানাডার অনলাইন প্রকাশনা সংস্থাটি।

‘দি টপ হেভি গ্লোবাল ইকোনমি’ শীর্ষক ২৯ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, জিডিপির ভিত্তিতে সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এরপর ২য় ও তৃতীয় স্থানে চীন ও জাপানের অবস্থান। চতুর্থ স্থানে জার্মান এবং পঞ্চম স্থানে রয়েছে ভারত।

এই প্রতিবেদন বলছে, ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। এ সময় বাংলাদেশের জিডিপির আকার ছিল ৪৬০ বিলিয়ন ডলার বা ৪৬ হাজার কোটি ডলার। এর আগের বছরে এই অবস্থান ছিল ৪১, সে সময় বাংলাদেশের জিডিপির আকার ছিল ৩৯৭ বিলিয়ন ডলার।

ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী বাংলাদেশের পরে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও  ভিয়েতনাম। এর মধ্যে মালয়েশিয়ার জিডিপির আকার ছিল ৪৩৪ বিলিয়ন ডলার।

 সিঙ্গাপুরের জিডিপির আকার ছিল ৪২৩ বিলিয়ন ডলার। আর ভিয়েতনামের জিডিপির আকার ছিল ৪১৩ বিলিয়ন ডলার।

সর্বশেষ খবর