বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

বাসচাপায় শ্রমিক আহতের জের

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

গাজীপুরে গতকাল শ্রমিকদের সড়ক অবরোধ -বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরের ভবানীপুর এলাকায় বাসচাপায় জুয়েল নামে এক শ্রমিক আহত হওয়ার জের ধরে গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ওই ঘটনায় আহত শ্রমিক জুয়েলকে কারখানার পক্ষ থেকে চিকিৎসার দাবিতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এর আগে দুপুর  দেড়টার দিকে আরঅ্যান্ডজি (বিডি) পোশাক কারখানার সামনে রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় আহত হন একই কারখানার শ্রমিক জুয়েল। পরে গাজীপুর জেলা প্রশাসন, জয়দেবপুর থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আহত শ্রমিকের চিকিৎসার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান। ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ও শ্রমিকরা সাংবাদিকদের জানান, গাড়ির ধাক্কায় আহত শ্রমিক জুয়েল ওই কারখানায় অপারেটর পদে চাকরি করেন। জুয়েল মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

সড়ক দুর্ঘটনার জেরে আবারও বাসে আগুন : সড়ক দুর্ঘটনার জেরে আবারও বাসে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকওয়া পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মিনিবাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এর আগে মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানার হারিকেন ফ্যাক্টরি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গার্মেন্ট কর্মী নানি-নাতি ও এক পথচারী গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন। তাদের নিহত হওয়ার গুজবে ক্ষুব্ধ লোকজন ও গার্মেন্ট কর্মীরা ৪টি বাসে অগ্নিসংযোগ করে।

সর্বশেষ খবর