বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জন্ম-মৃত্যু সনদ জালিয়াতি দালালের ৪৫ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক

জন্ম-মৃত্যু সনদ জালিয়াতিতে জড়িত দালাল দুর্জয় ফিরোজকে গতকাল ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন।

জানা গেছে, গত ডিসেম্বরে আনোয়ারা বেগম নামে এক নারীর স্বামী মারা গেলে তিনি স্বামীর  মৃত্যুর সনদ পেতে বর্তমানে বসবাসরত ফ্রি স্কুল স্ট্রিটের ঠিকানা দিয়ে আবেদন করেন। এ জন্য তিনি একজন দালালকে ৬ হাজার টাকা দেন। ওই ব্যক্তি দক্ষিণ সিটি থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ না করে অন্য একটি সিটি করপোরেশনের ভুয়া ঠিকানা দেখিয়ে সিটি করপোরেশনের একটি আঞ্চলিক অফিস থেকে ওই নারীর স্বামীর জন্ম নিবন্ধন সনদ দেন। জন্ম নিবন্ধন সনদ নিয়ে ওই নারী নিয়মানুযায়ী মৃত্যু নিবন্ধন সনদের আবেদন করেন। ওই কাজ করে দিতে দালাল দুর্জয়ের আরেক সহযোগী মলিকে ৯ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘদিন হলেও মৃত্যু নিবন্ধন সনদ সরবরাহ করতে না পারায় ওই নারী ডিএসসিসি অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনের দফতরে আসেন। এ সময় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ওই নারীর আবেদন ও কাগজপত্র দেখেন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবেদনকারীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন এবং দালালকে ফোন দিতে বলেন। দালাল ফিরোজ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনের দফতরে এলে জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সনদ সরবরাহের অপরাধে দালাল দুর্জয় ফিরোজকে ৪৫ দিন বিনাশ্রম কারাদন্ড দেন।

সর্বশেষ খবর