বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

৫ কোটি ৬৭ লাখ টাকার আইস ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা নাফ নদে অভিযান চালিয়ে ৫ কোটি ৬৭ লাখ টাকা মূল্যমানের ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গতকাল ভোরে বিজিবি টহল দল বিআরএম ১৩ ও ১৪-এর মাঝবরাবর সম্মানঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় নাফ নদের পাড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। টের পাওয়া মাত্রই ওই ব্যক্তি তার হাতে থাকা একটি পুঁটলি ফেলে রাতের অন্ধকার এবং ঘন কুয়াশার মধ্যে নাফ নদে লাফ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহল দল নাফ নদে অর্ধনিমজ্জিত অবস্থায় চোরাকারবারির ফেলে যাওয়া পুঁটলিটি উদ্ধার করে। এর ভিতর ১ কেজি ৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৬৭ লাখ টাকা। পরে টহল দল কর্তৃক ওই এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারি কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর