সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ, পিকেটিং

খাগড়াছড়ি প্রতিনিধি

জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে গতকাল খাগড়াছড়ি জেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি  চলে। এ সময় ইউপিডিএফ তাদের দাবির পক্ষে পিকেটিং করেন।

সড়ক অবরোধের কারণে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যানসহ অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ থাকে। সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি ও দীঘিনালায় সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন ইউপিডিএফের নেতা-কর্মীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। পরে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করেছি। বিভিন্ন এলাকায় আমাদের কর্মীরা পিকেটিং করেছেন।’ এদিকে অবরোধ চলার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন ছিল। জেলাজুড়ে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়। উল্লেখ্য, আগামী ১৬ থেকে ১৯ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্যান্য সদস্যরা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা সফর করবেন বলে কথা রয়েছে।

সর্বশেষ খবর