শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শৈত্যপ্রবাহ বিস্তৃত ২৭ জেলায়

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ডেস্ক

শৈত্যপ্রবাহ বিস্তৃত ২৭ জেলায়

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরের জেলা নওগাঁয় -বাংলাদেশ প্রতিদিন

শৈত্যপ্রবাহ এখন দেশের ২৭ জেলায় বিস্তৃত হয়েছে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলা এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের সাত জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হচ্ছে। গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ১৪ জানুয়ারি সবচেয়ে কম তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দেশের উত্তরাঞ্চলে শীত তীব্র হয়েছে। শীত বেড়েছে ঢাকায়ও। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে কমে হয় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্র জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, কুমিল্লা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান তিনি।

 আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- নওগাঁ : টানা তিন দিন উত্তরের জেলা নওগাঁয় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছেন এই জনপদের মানুষ। সকালেই কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রভাবে শীত অনুভূত হচ্ছে। নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, গত সোমবার থেকে নওগাঁয় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় রোদ উঠলেও শীত অনুভূত হচ্ছে বেশি। এ ধরনের আবহাওয়া আরও দু-তিন দিন থাকতে পারে। দিনাজপুর : কয়েকদিন ধরে দিনাজপুরে অব্যাহত শৈত্যপ্রবাহে কুয়াশা আর হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্থ। গতকাল সকালে দূর পাল্লার পরিবহনগুলো শীতের পাশাপাশি ঘনকুয়াশায় বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলেছে। দোকানপাট খুলেছে বেলা ১১টার পর। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হলেও কাজ পাচ্ছেন না দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। বিভিন্ন স্থানে ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। গতকাল দিনাজপুরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। চুয়াডাঙ্গা : কনকনে শীতে কাহিল চুয়াডাঙ্গার জনজীবন। গতকাল সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র এ শীতের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। চলতি মাসে এ জেলার ওপর দিয়ে একটানা তীব্র শীত অনুভূত হচ্ছে।

সর্বশেষ খবর