শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

লাঞ্ছনার ঘটনায় তিন শিক্ষকের অবস্থান

ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নিয়েছেন। এতে করে রেজিস্ট্রার কার্যালয়ের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবস্থান নেন ভুক্তভোগী ও গণতান্ত্রিক শিক্ষক ফোরামের (একাংশের) বিক্ষুব্ধ শিক্ষকরা। পরে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের (একাংশের) সাধারণ সম্পাদক প্রফেসর ড. পূর্বা ইসলাম সাংবাদিকদের জানান, তিন শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় প্রক্টরের অপসারণসহ তিন দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে। গঠিত তদন্ত কমিটি দোষীদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভেটেরিনারি অনুষদের শিক্ষক প্রফেসর নাসরিন সুলতানা জুয়েনা বলেন, একজন শিক্ষকের কক্ষে ঢুকে তিন নারী শিক্ষককে আহত করার ঘটনাটি প্রশাসনের প্রত্যক্ষ মদদে হয়েছে। শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রক্টরিয়াল বডি। কিন্তু একটি পক্ষ এই ঘটনা মিথ্যা দাবি করে বাম বলে প্রপাগান্ডা করছে। যা ওই শিক্ষকদের হীনম্মন্যতা ছাড়া আর কিছুই নয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুল ইসলাম জানান, বিভিন্ন দাবির প্রেক্ষিতে বিক্ষুব্ধ শিক্ষকরা অবস্থান নেন। তবে আমার দিক থেকে তাদের আশ্বস্ত করেছি। তাদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে পাঁচ সদস্যের পুনঃতদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, প্রফেসর ড. সুকুমার রায়কে প্রধান করে ওই পুনঃতদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১১ জানুয়ারি এক শিক্ষকের কক্ষে ঢুকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের নেতৃত্বে এক পরীক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।

 এ সময় তিন শিক্ষক ছাত্রলীগ সভাপতির হাতে প্রহৃত হওয়ার অভিযোগ  তোলেন।

রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেওয়া গণতান্ত্রিক শিক্ষক ফোরামের (একাংশের) সাধারণ সম্পাদক প্রফেসর ড. পূর্বা ইসলাম বলেন, শিক্ষক প্রহৃত হওয়ার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন ভিসি। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সর্বশেষ খবর