শিরোনাম
শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আবদুল আহাদ ওরফে লিমন ওরফে ভিপি লিমনকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র‌্যাব বলছে, ভিপি লিমন ৭ বছর পলাতক ছিলেন।

র?্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, লিমন ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হন। পরবর্তীতে লালমনিরহাট সদর থানায় দায়ের করা একটি মামলায় ২ বছর জেলে থেকে জামিনে বের হন তিনি। এরপর থেকেই আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহাদকে গাইবান্ধার পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। র‌্যাব বলছে, মামলার বিচার কার্যক্রম শেষ করে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে লিমন কখনো রাজমিস্ত্রির কাজ করতেন, কখনো অটোরিকশা চালাতেন। এর আড়ালে মাদক পরিবহন এবং খুচরা ব্যবসায়ীদের কাছে মাদক বিক্রি করতেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর