শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

নেতার সিট দখল, গেটে শুয়ে পড়লেন শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে সিট দখল হওয়ায় প্রশাসন ভবনের গেটে শুয়ে পড়েছেন এক শিক্ষার্থী। গতকাল বিকাল ৪টার দিকে তিনি এ অভিনব প্রতিবাদ জানান। হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম তার সিট দখল করেছেন বলে অভিযোগ তোলেন তিনি।

ভুক্তভোগী জাকির হোসেন উর্দু বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং শহীদ শামসুজ্জোহা হলের ১৩৫ নম্বর রুমের আবাসিক। অভিযোগের বিষয়ে মোমিন বলেন, তাকে বের করে দেওয়া বা অন্য কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি।

জাকির হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ‘২২ জানুয়ারি রাত ১০টায় ছাত্রলীগের হল সেক্রেটারি মোমিন ও তার সঙ্গীরা এসে জিজ্ঞেস করেন, তোমাকে কে এই রুমে তুলেছে? উত্তরে প্রাধ্যক্ষ স্যারের কথা বললে তিনি বলেন, এটা আমার সিট, প্রাধ্যক্ষ তোলার কে? এরপর আমাকে ও প্রাধ্যক্ষ স্যারকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং ২৯ জানুয়ারির পর কক্ষ ছেড়ে দিতে বলেন। কক্ষ না ছাড়লে মারার হুমকি দেন। এর মধ্যে কক্ষ না ছাড়ায় মঙ্গলবার রুমে এসে আমার বিছানাপত্র ফেলে দিয়ে অন্য একজনকে তোলেন। এতে আমি রুমে অবস্থান করতে পারছি না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

 

 

সর্বশেষ খবর