শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জালে আটকা পড়া এক ঝাঁক মাছ বিক্রি ২৪ লাখ টাকায়

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফের চারটি ফিশিং ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরে জাল ফেলে প্রায় ২০২ মণ উলুয়া (নাগু) মাছ ধরার পর সেগুলো বিক্রি করেছেন ২৪ লাখ টাকায়। এর মধ্যে ৫ থেকে ১৩ কেজি পর্যন্ত ওজনের ১ হাজারের বেশি মাছ ছিল। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, টেকনাফের স্থানীয় চারটি ট্রলারে ধরা পড়া এ মাছগুলো জায়ান্ট কিংফিশ বা উলুয়া মাছ। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটি নাগু মাছ নামে পরিচিত। গত বুধবার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদিয়ার পূর্ব-দক্ষিণের কাছাকাছি বাংলাদেশ জলসীমায় মৌলভীর শীল নামের এলাকায় মাছগুলো ধরা পড়ে। টেকনাফ পৌরসভার কায়ুকখালীপাড়া ফিশারিজ ঘাটে আনার পর প্রতি কেজি ৩০০ টাকা দরে স্থানীয় ব্যবসায়ীরা মাছগুলো কিনে নেন।

 

সর্বশেষ খবর